Surprise Me!

পুরো রেস্টুরেন্টই যেন আস্ত এ্যাকুরিয়াম | Moubon restaurant at Satkhira |

2020-09-20 4 Dailymotion

মৌবন রেস্টুরেন্ট,সাতক্ষীরায় অবস্হিত বাংলাদেশের সর্বপ্রথম এ্যাকুরিয়াম সমৃদ্ধ একটি বিদেশী আদলে তৈরী রেস্টুরেন্টে। এটি সাতক্ষীরা জেলার বাইপাস সংলগ্ন বক্সারার চার রাস্তার মোড়ে অবস্হিত।এখানে রেস্টুরেন্টের ভিতর চেয়ার টেবিল গুলো সব পানিতে স্হাপন করা এবং পানিতে বিভিন্ন ধরনের আকর্ষনীয় মাছ ছেড়ে দেওয়া।এখানে বসে খাবার খাওয়ার সাথে সাথে উপভোগ করতে পারবেন মাছের চলাফেরা। ভিন্নধর্মী এই বৈশিষ্ট্য কাস্টমারদের মন আকর্ষণ করে।<br />ঘরের মেঝেতেই স্বচ্ছ সাদা পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছ। তার সঙ্গে আনন্দে মাতছে শিশুরা। আর এর মধ্যেই চেয়ার টেবিলে বসে পছন্দের খাবার উপভোগ। বিদেশি ধাঁচের এমন রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে সাতক্ষীরায়। বৈচিত্রের স্বাদ নিতে প্রতিদিনই ছুটে আসছেন বিনোদন ও ভোজনপ্রেমিরা।<br />করোনাকালে ব্যবসায়িক মন্দা কাটাতে নতুন আইডিয়া নিয়ে যাত্রা শুরু করেছেন সাতক্ষীরার এক রেস্টুরেন্ট ব্যবসায়ি। ক্রেতা টানতে রেস্তোরার মেঝেকে রঙিন মাছের জলাধারের পরিনত করেছেন তিনি। পেডিকিউর ডাইন বা মাছের সাথে খাবারের এই ব্যবস্থা টানছে পর্যটক আর ভোজন রসিকদের।<br /><br />ঘরের মেঝেতেই স্বচ্ছ সাদা পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছ। তার সঙ্গে আনন্দে মাতছে শিশুরা। আর এর মধ্যেই চেয়ার টেবিলে বসে পছন্দের খাবার উপভোগ। বিদেশি ধাঁচের এমন রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে সাতক্ষীরায়। বৈচিত্রের স্বাদ নিতে প্রতিদিনই ছুটে আসছেন বিনোদন ও ভোজনপ্রেমিরা। রেস্তোরাঁয় বসে চা বা কফি খাচ্ছেন, চিকেন বা চাইনিজ; খেতে খেতে অনুভব করলেন পায়ের পাতায় কে যেন চিমটি কাটছে। নিচে তাকাতেই দেখা মিলল পা ছেড়ে পালিয়ে যাচ্ছে গোল্ড ফিস, কই কাপ, গাপ্পি অথবা রঙিন কোনো মাছ।।<br /><br />#satkhira #satkhiramoubonresturent #fishresturensatkhira #goldfish<br /><br />Follow us on:-<br />Facebook:<br />https://www.facebook.com/misbah2021kh...<br />Facebook:<br />https://www.facebook.com/iqbalmahmudnaim<br />twitter:<br />https://twitter.com/misbahkhulna<br />instagram:<br />https://www.instagram.com/misbah_khulna<br />facebook Group:<br />https://www.facebook.com/groups/37297...<br />Linkedin:<br />https://www.linkkedin.com/mwlite/in/m...<br />You tube Channel:<br />https://www.youtube.com/channel/UCX3U...<br />

Buy Now on CodeCanyon